এইচ এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবেন ?
বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান: ক্লিক করুন
"HSC/Alim" ট্যাবে ক্লিক করুন।
ড্রপ-ডাউন মেনু থেকে "HSC/Alim" বিকল্পটি
নির্বাচন করুন এবং আপনার HSC রোল নম্বর এবং পরীক্ষার বছর (2022) লিখুন।
আপনার এইচএসসি ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনি এটি মুদ্রণ করতে পারেন বা
আপনার রেকর্ডের জন্য একটি অনুলিপি সংরক্ষণ করতে পারেন।
এইচএসসি কুমিল্লা বোর্ডের রেজাল্ট
এইচএসসি কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন Click me
এবং তারপরে আপনার রোল নাম্বার দিন
তারপর নেক্সট বাটনে ক্লিক করুন, এরপর রেজাল্ট পেয়ে যাবেন।
প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার নিয়ম
আপনি যদি আপনার ইনস্টিটিউট এর রেজাল্ট পেতে চান? তাহলে ইনস্টিটিউট রেজাল্ট এ ক্লিক করুন,
সেখানে গিয়ে আপনার ইনস্টিটিউটের পিন নাম্বারটি বসিয়ে দিন
এবং Login বাটনে ক্লিক করলেই ইনস্টিটিউট রেজাল্ট পাবেন যদি আপনার নেট কানেকশন ভালো থাকে ।তাহলে দ্রুতই পেয়ে যাবেন অন্যথায় বারবার চেষ্টা করুন ।
মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০২২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখতে লিংকে ক্লিক করুন এবং নিচের ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্টটি পেয়ে যাবেন ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখতে ক্লিক করুন ।
আলিম পরীক্ষার রেজাল্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড দেখার নিয়ম ২০২২
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন এরপর ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং শিক্ষা বোর্ডের মেনুবার থেকে মাদ্রাসা সিলেক্ট করে আপনার ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্টটি পেয়ে যাবেন।মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২২
উপরের লিংক গুলো কাজ না করলে এই লিংকে ক্লিক করে দেখুন
এরপরেও যদি আপনার রেজাল্ট পেতে অসুবিধা হয় তাহলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি খুব সহজে পেয়ে যান সবার আগে। নিচের নিয়ম অনুযায়ী
এছাড়াও আপনি নিম্নলিখিত নম্বরে একটি বার্তা পাঠিয়ে এসএমএসের মাধ্যমে আপনার এইচএসসি ফলাফল দেখতে পারেন:
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য: 16222
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: 16222
কারিগরি শিক্ষা বোর্ডের জন্য: 16222
মেসেজে,
"HSC <space> আপনার বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <space>
রোল নম্বর <space> 2022" লিখে
পাঠান 16222 নম্বরে। যেমন: "HSC DHA 123456 2022" (কোট ছাড়া)।
আপনি আপনার HSC ফলাফল সহ একটি উত্তর বার্তা পাবেন।
আশা করি এটা কাজে লাগবে! আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে জানান।
3 মন্তব্যসমূহ
এইচ এস সি রেজাল্ট ২০২২ দেখার সঠিক নিয়ম
উত্তরমুছুনHSC ফলাফল 2022
উত্তরমুছুনgood
উত্তরমুছুন