১০০+ ফেসবুক ফানি স্ট্যাটাস ২০২৩ । 100 + Best Facebook funny status 2023
*এ শহর আমার আর আনিকার।
তোমরা সবাই ভাড়াটিয়া, ওকে?
*-রেস্টুরেন্টে খাইতে
গেছিলাম!' -হঠাৎ এক সুন্দর ছেলে এসে জিগাইলো "তুমি
কি সিঙ্গেল?" -খুশিতে লা'ফ
দিয়ে বললাম - "হ্যাঁ হ্যাঁ আমি সিঙ্গেল!" -এটা
বলার পর ছেলেটি আমার সামনের চেয়ার'টা তুলে নিয়ে গেলো তার
GF এর জন্য!'
*ছোট-বেলায়
"টুনটুনি" পাখি কিনে দিবে বলে আব্বু আমাকে বাজারে নিয়া গেছিলো তারপর দেখি,হাসপাতালে নিয়া আমার
টুনটুনি-টাই কেটে দিলো!
*-সত্যিকারের ভালোবাসা
খুঁজতে খুঁজতে.! -আজ
আমার ১৫ টা Ex.!
* - একটা মেয়ে আমাকে
ধাক্কা দিয়ে বলল sorry! - আমি
জড়িয়ে ধরে বললাম it's ok.!!
* ভাবতেছিলাম আজকে
পোস্টে রিয়েক্ট কেন পড়তেছে না..!!পরে হঠাৎ করে মনে হল আজকে তো নিব্বা নিব্বি
গুলো বাইরে ঘোরাঘুরি করতে গেছে..!!
*ছেলেপক্ষঃ শোনো মা,
লজ্জা পেয়োনা..কিছু বলার থাকলে বলতে পারো আমিঃ বলছি আপনারা যদি
রসমালাই গুলা না খান, আমি খেয়ে ফেলি?
*দুই দিনের দুনিয়া তে
"sadia" গোসল করে না আজ সাতদিন
*একজন সুন্দরী মেয়ে
পড়াশোনা কম করলেও ক্ষতি নেই, কারণ পৃথিবীর কোন এক
প্রান্তে কোন এক ছেলে তাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রমে পড়াশোনা করে যাচ্ছে।
*বেস্টফ্রেন্ড কে কথা
দিয়েছিলাম সারাজীবন পাশাপাশি থাকবো। আজ ১৩ বছর পরেও আমরা কথা রেখেছি আমি যেখানে
মুড়ি বেচি, তার পাশেই ও জু!তা সেলাই করে!

*- আগে আমি অনেক ভালো
ছিলাম তার পর আমি একটা মোবাইল কিনি - বাকিটা ইতিহাস..!
*বন্ধুর উপবৃত্তির
ফর্মে দেখলাম তার 'ঘরে বিদ্যুৎ নাই'। বাসায় গিয়ে দেখি দুই রুমে দুইটা এসি!
*পাশের বাসার
"আন্টি"-কে বসতে বললাম কিন্তু বসলো না; কারণ
উনি নাকি অনেক ব্যস্ত; এই কথা বলে উনি
"২-ঘন্টা" দাঁড়িয়ে আম্মুর সাথে "গল্প" করে গেলো; ভাগ্যিস ব্যস্ত ছিলো উনি
*আমার Ex সব সময় বলতো; বাড়ি থেকে না মেনে নিলে আমরা
পালিয়ে যাবো; ও ঠিকই পালিয়েছে কিন্তু আমাকে নিতে ভুলে গেছে
*রাতে বন্ধুদের সাথে
চু!রি করা “মোরগ” দিয়ে বিরিয়ানি
খাইছিলাম! এখন সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের বড়ো মোরগ'টা
নাকি খুজে পাওয়া যাচ্ছেনা!
আরো ফানি স্ট্যাটাস দেখুন 👇
*ক্লাস six এর মেয়ে স্ট্যা-টা-স দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হলো মা হওয়া!



* শেষ পর্যন্ত তুমি
আমার হয়েও হলে নাহ্!
* তুই পো!লা গিটার
বাজাবি, তুই কেনো টিকটকে নাচবি.!
*ছোটবেলায় জ্যামিতির
প্রশ্নগুলো বড় অদ্ভুত লাগতো। ত্রিভুজের ছবি দিয়ে বলতো প্রমাণ কর এটা ত্রিভুজ! কেন
ভাই তুই চোখে দেখিস না?
*- এতো লম্বা চুল দিয়ে
কি হবে.! - যদি কারো শার্টের বুতামেই তোমার চুল না
আটকায়.!
*- সকালে "I
LOVE YOU" শুনে ঘুম ভে'ঙে গেলো.!
- বাইরে বের হয়ে দেখি লেবুওয়ালা স্টাইল করে বলতেছে,
"এই লেব্যুউউউ".!
*মোবাইল টি'পতে টি'পতে ধনে পাতার ভর্তা দিয়ে ভাত খাইলাম! এখন
আমার ছোট বোন বলতেছে ও নাকি মেহেদী পাতা বেটে রাখছিলো সেটা খুঁজে পাচ্ছে না!
*সিড়িতে দ্যাখা হওয়া
মাত্রই উপরের তলার আন্টি বললেন.! সমস্যা কি তোমার, আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার
পর তুমি আমাকে সালাম দেও না ক্যানো.!
আরো দেখুনঃ
0 Comments