তোমার পাগলামী লিরিক্স | Tomar paglami opu vai


Song : Tomar paglami Singer : Rubel Khandokar Model : Opu vai & Snigdha Lyrics & Tune : Rubel Khandokar Music : Wahed Shahin


তোমার পাগলামী লিরিক্স


তোমার পাগলামী লিরিক্সঃ


আমি আকাশ তুমি পাখি

তাই তোমাকে সবখানে দেখি

ও আমি রাখাল তুমি বাঁশি

আয় দুজনে এক সুরে বাজি



ফুলগুলো কি বলছে দেখো

তোমায় পাওয়ার ইচ্ছে কত

তোমায় ছুঁয়ে হবে সে রঙ্গিন

কান পেতে কেউ শুনছে না তো

বলছো তুমি অবিরত

তোমার আমার সব কিছুতে মিল



আমি জানি কতখানি ভালোবাসি

তোমার পাগলামি

গলা ছেড়ে জোরে বলি

আমি তোমার তুমি আমারি

ও আমি আকাশ তুমি পাখি

তাই তোমাকে সবখানে দেখি



শাপলা গোলাপ জুঁইকে দেখো

তোমায় দেখে জ্বলছে কত

তোমার মত হবে সে একদিন

ওই ইচ্ছে প্রকাশ করছে তারা

মানবেনা আর নীরবতা

বলবে কথা আজকে সারাদিন


ও আমি কৃষক তুমি মাটি

তাই জমিনের কদরটা বুঝি

ও আমি শহর তুমি গলি

আয় দুজনে একসাথে চলি

ও আমি আকাশ তুমি পাখি

তাই তোমাকে সবখানে দেখি



ঘাসফড়িং গো মেলেছে ডানা

তাহার যাত তাল বাহানা

তোমায় নিয়ে ঘুরবে সারা দিন

প্রজাপতির দোষ কি আছে

তোমায় যদি ভালোবাসে

তোমাকে যে সামলানো কঠিন


ও আমি জানি কতখানি

ভালোবাসি তোমার পাগলামি

গলা ছেড়ে জোরে বলি

আমি তোমার তুমি আমারি


ও আমি আকাশ তুমি পাখি

তাই তোমাকে সবখানে দেখি

ও আমি রাখাল তুমি বাঁশি

আয় দুজনে এক সুরে বাজি

ও আমি জানি কতখানি

ভালোবাসি তোমার পাগলামি

হো ভালোবাসি তোমার পাগলামি

ভালোবাসি তোমার পাগলামি


Tomar Paglami Lyrics By lyrics tuner

Youtube Link: https://youtu.be/t8aS8aQZtWY

 

Post a Comment

0 Comments