Photo caption
1. আমার ছোটবেলার কোনও ফটো নেই, কারণ তখন মোবাইল ফোন নয় ল্যান্ডফোন ছিল।
2.আমার নাকি অনে-এ-এ-ক বন্ধু, তাহলে আমার ফটোতে মাত্র দুটো লাইক কেন?
3. একগাদা ফটো তুলতে তুলতে কবে যে ডান হাতটা বাঁ হাতের চেয়ে লম্বা হয়ে গেছে বুঝতেই পারিনি।
4. ফটো তোলার সময় পেটটা টেনে ভিতরে ঢোকানোটা একটা শিল্পকলা।
5. প্রতিদিন এভাবে নিজেকে মিথ্যে বলে নিজের সঙ্গে ফটো তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি।
6.যেসব মেয়েরা সেলফি তুলতে ওস্তাদ তারা গোল রুটি তৈরি করতে না পারলেও ঠোঁটটা ঠিক গোল করে ক্লিক করতে পারে।
7. ফটো তুলতে তুলতে আমরা ভুলেই গেছি খুশি থাকাটা খুশি দেখানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
8. একটা পারফেক্ট সেলফির পিছনে থাকে অনেকগুলো ডিলিট করে দেওয়া বিচ্ছিরি সেলফি।
9. মাঝে মাঝে নিজেই নিজের ফটো দেখে এত খুশি হয়ে যাই মনে হয় নিজেই নিজেকে একটা চুমু খেয়ে ফেলি!
10. যে সম্পর্কের মধ্যে জিজ্ঞাসা থাকে না, সে সম্পর্ক বেশি নিবিড় হয় না।
11. একলা হতে হতে দেওয়ালে পিঠ ঠেকেছে তাই, নিজেই নিজের ফটো তুলে লাইক দিয়ে যাই!
12. আমরা কতটা একা হয়ে গেছি তাই না? একসময় একে অন্যের ফটো তুলতাম। এখন নিজের ফটো নিজেকেই তুলে খুশি থাকতে হয়।
13. ক্যাপশন ভাবতে খুব অলস লাগে...!!!
14. আগে সবাই বলত ভালো কাজ করো আর ভুলে যাও আর এখন সবাই বলে ভালো, খারাপ যাই করো ফেসবুকে দাও।
15. এই মুখে মুখোশ পরি সেলফির জন্য। আমার আসল আমি শুধু যে তোমার জন্য রাখা।
আরো দেখুন ঃ 👉
0 Comments